“পদ্মশ্রী” পদ্ম ফুলের শ্রী বাড়ানোর হাতিয়ার ??
লালন মাহাত আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি । দিল্লিতে কৃষক আন্দোলনে গুরুগম্ভীর গণতন্ত্র ও গণতন্ত্র দিবস । অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সাথে রাষ্ট্র নিরাপত্তার বাঁকা চাল ইতিমধ্যে প্রকাশিত গো-স্বামী ও গো-ভক্তদের চ্যাট লিকের মাধ্যমে । অন্যান্য গোদি মিডিয়ার সাথে রাষ্ট্রের সমঝোতা প্রকাশ্যে আসেনি তার অর্থ এই নয় যে মিডিয়া গুলো নিরপেক্ষ ।…
