করম পরবের আর্থসামাজিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক অবক্ষয়
সহদেব মাহাত গোষ্ঠীবদ্ধ জীবনের পরবর্তী স্তরে কৃষিকর্মকে কেন্দ্র করেই শুরু হয়েছিল শ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থা। ‘শিখ শিখর নাগপুর / আধাআধি খড়গপুর” এই বিশাল ভূখণ্ডে ইতিহাসের পথ ধরে ভাষা ধর্ম সংস্কৃতির বিশাল নিজস্ব পরিমণ্ডল গড়ে উঠে। ঝাড়খণ্ডি সংস্কৃতি মানেই করম নাচ ও সুরের গুঞ্জরণ, টুসু-বাঁদনার সুরের অনুরণন, ছৌ-পাঁতা-নাটুয়া নাচের দীপ্তিময় পদক্ষেপ, ঢাক-ঢোল-মাদইল-বাঁশির সুরের মূর্ছনা। ভারতীয় উপমহাদেশের…
