
সাহেববাঁধে সংকট: পরিযায়ী জলপাখির আবাস আজ মৃত্যুপ্রায়
✍️ সৌরভ মাহাতো, পুরুলিয়া থেকে এক সময়ের জনপ্রিয় পরিযায়ী জলপাখির আশ্রয়স্থল, পুরুলিয়ার সাহেববাঁধ আজ প্রায় মৃতপ্রায় এক জলাভূমি। শীতের প্রভাতে যেখানে শত শত জলপাখির কোলাহল মুখরিত করত চারপাশ, আজ সেখানে হাতেগোনা কিছু পাখির দেখা মেলে। গ্যাডওয়াল, নর্দার্ন শোভেলার, ফেরুজিনিয়াস ডাকের মতো একসময়ে সহজলভ্য প্রজাতিগুলি গত শীতেও একেবারে অনুপস্থিত ছিল। পুরুলিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কৃত্রিম…