
বাংলার দ্বিচারিতা: তরুণজ্যোতি তেওয়ারি এবং মানভূমের কুড়মিদের প্রশ্নে
ফেসবুকে একটি প্রোফাইল ঘিরে হইচই পড়ে গেছে, নাম কট্টর বাঙালি তরুণজ্যোতি তেওয়ারি। কেউ হয়তো মজা করে বানিয়েছে, কেউ হয়তো তার জাতীয় পরিচয় নিয়ে গর্বিত, কেউ হয়তো প্রহসনের ছলে সমাজকে আয়না ধরেছে। কিন্তু যেভাবে কিছু বাঙালি এই নাম নিয়ে প্রশ্ন তুলছে — “তরুণজ্যোতি তেওয়ারি কীভাবে কট্টর বাঙালি হতে পারে?” — তাতে এই সমাজের স্বরূপ অনেকটাই নগ্ন…