সময়ের দাবী -কুড়মি সেনার ডি এম ডেপুটেশন
লেখক: —সহদেব মাহাত পুরুলিয়া তথা সমগ্র জঙ্গলমহল দীর্ঘদিন ধরেই এক অদ্ভুত বৈপরীত্যের মুখোমুখি। সম্পদে ভরপুর হলেও উন্নয়নের স্রোত এখানকার মাটিতে পৌঁছায় না। সংস্কৃতি ও ইতিহাস সমৃদ্ধ হলেও প্রশাসনিক নীতিনির্ধারণের কেন্দ্রে এই অঞ্চল প্রায় অনুপস্থিত। এই প্রেক্ষাপটে কুড়মি সেনার পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট পেশ করা ২১ দফা দাবি নিছক সংগঠনের স্বার্থ নয়, বরং একটি এলাকার…
