
চৌরঙ্গীমোড়ে রক্তদান শিবির
আজ মানবাজার -২ ব্লকের দুঃখুরডি চৌরঙ্গী মোড়ে মানভূম প্রয়াসের উদ্যোগে ও অধ্যয়ন কোচিং সেন্টারের সহযোগিতায় এক রক্ত দান শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্ত দান করলেন।শিবিরের আজকের গৌরবময় উপস্থিতি এলাকার বিধায়ক রাজিব লোচন সরেন মহাশয়, মানবাজার-২ বিডিও সাহেব শঙ্কু বিশ্বাস মহাশয়,বোরো থানার ওসি স্নেহাশীষ মন্ডল মহাশয়,কৃষি কর্মাধ্যক্ষ অমিতেশ মাহাত মহাশয় ও…