বিশ্ব জয় বাসন্তীর

🏹 বাসন্তীর লক্ষ্যভেদ, রিকার্ভ তীরন্দাজিতে এশিয়ার সেরা পুরুলিয়ার বাসন্তী মাহাতো 🇮🇳

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া কাপ – ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় মহিলা রিকার্ভ তীরন্দাজিতে সোনা🥇জিতলেন পুরুলিয়ার বরাবাজারের বাসন্তী মাহাতো। ফাইনাল ম্যাচে চাইনিজ তাইপের ইউ-ঝু ফং-এর কাছে প্রথম দুটি সেট হেরে গিয়ে লড়াই কঠিন হয়ে যায় বাসন্তীর। কিন্তু স্নায়ুর চাপ ধরে রেখে তৃতীয় সেটে অব্যর্থ নিশানায় তীর ছুঁড়ে “পারফেক্ট-৩০” এর মাধ্যমে দুরন্ত প্রত্যাবর্তন করেন বাসন্তী। সেই আত্মবিশ্বাসে ভর করে শেষ দুটি সেটের প্রতিটিতে ২৯ স্কোর করে যখন স্বর্ণপদক জিতলেন বাংলার সোনার মেয়ে তখন স্পোর্টস অথরিটি অফ থাইল্যান্ডের আর্চারি রেঞ্জ ‘ভারত মাতা কি জয়’ ও ‘বন্দেমাতরম’ ধ্বনিতে উদ্ভাসিত। এর পাশাপাশি রিকার্ভ তীরন্দাজির মিক্সড টিম ইভেন্টে বিষ্ণু চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে রূপো🥈জেতেন তিনি।

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও বরাবাজার থানার পরিচালিত “লক্ষ্য তীরন্দাজি একাডেমীতে” ২০১৮ সালে মাত্র ১৩ বছর বয়সে হাতে ধনুর্বাণ তুলে নিয়ে প্রশিক্ষণ শুরু করেছিল বাসন্তী। দরিদ্র দিনমজুর পরিবারে অভাবের মধ্যে দিয়ে বড় হয়ে উঠলেও শুধুমাত্র মনের জোর, নিষ্ঠা আর একাগ্রতায় জেলা, রাজ্য থেকে শুরু করে জাতীয় স্তর হয়ে আন্তর্জাতিক মঞ্চে একের পর এক লক্ষ্যভেদ করে চলেছে বাসন্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *