
নতুন ভোর
-মৃন্ময় মাহাত আমার চারিপাশে যে পৃথিবী,তার আজ গভীর অসুখ।আমাকে আর ভালো থাকতে দেয় না।পাখির কলতান ছাড়াইঅভিমানী সূর্যের ঘুম ভাঙে।গাছ বিহীন ডাহি ঠুংরী, ন্যাড়া পাহাড়জল বিহীন নদী-নালা, খাল-বিলকংক্রিট মোড়া পথ পেরিয়ে,দিনের শেষে ক্লান্ত হয়েআমার ছেঁড়া খাটে বসেশোনায় হিসেব-নিকেশ।কে কার কতটা ক্ষতি করলো,কে কাকে কতটা ফাঁসালো,কে কাকে কতটা নিচু দেখালোনানান প্রতিযোগিতার গল্প।শুধু নির্বাক হয়ে শুনে যাই ।চোখের…