
শহীদ চূনারাম- গোবিন্দ মাহাতোর আবক্ষ মূর্তি উন্মোচন
নিজস্ব সংবাদদাতা-আজ মানবাজার ১ নং ব্লকের বামনি মাঝিহীড়া অঞ্চলের বামনি গ্রামে বীর শহিদ গোবিন্দ মাহাত ও চূনারাম মাহাতো আবক্ষ মূর্তি উন্মোচন করা হল।মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নবেন্দু মাহালী, প্রাক্তন বিধায়ক সাম্যপ্যারী মাহাত, পূর্ত কর্মাধ্যক্ষ হংশেস্বর মাহাত, কুড়মি সেনার রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ মাহাত, প্রধান জগৎ চন্দ্র মাহাত সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী গন।